কেন'যে আইলাম পৃথিবীতে,
কেন'বা বাঁচার আশা;
ভাগ্য কেবল আমায় নিয়ে
খেললো দারুণ পা'শা!
আঘাতের পর আঘাত এসে
লাগছে কলিজায়;
স্বাদ পেলামনা ভালোবাসার
বুঝল'না কেউ আমায়।
দুই চোখে মোর আশার স্বপন
দুঃখে সময় গাঁথা;
বুকের ভেতর চাঁপা কষ্ট
বুঝল না কেউ ব্যথা।
ভাল্লাগে না ব্যর্থ জীবন
হারিয়ে সব বিশ্বাস;
এরচেয়ে ভালো বন্ধ হোক
আমার শ্বাসপ্রশ্বাস।
ভাল্লাগেনা _নাঈম জাহাঙ্গীর নয়ন