বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

ব্যর্থ এই জীবন....!

M/নীড়হীন পাখিকে দেখেছো কখনো কোন সন্ধায় রোদ বৃষ্টি বা শীতের কোন রাতে..... আপনজন হারা নিঃস্ব। সারা দিনের ছুটাছুটি শেষে সন্ধায় একাকিত্ব জীবনের আশা নিরাশায় কোন গাছের ডালে স্তব্ধ পাখিটি যেমন হতাশায় ডুবে ডুবে ফেলে আসা জীবনের স্মৃতিতে বিভোর থাকে-
তোমাকে হারিয়ে অবস্থা সেই নিঃস্ব পাখির মতোই.... গন্তব্যহীন অনিশ্চিত ভবিষ্যতের হতাশায় একাকী মনের হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অামি আজ বড়ই ক্লান্ত.....!
তোমার মিথ্যে ভালবাসার বিষে আমার অঙ্গ জড়জড়িত, মনের ভিতর হাজারো ক্ষত যা আমাকে নিত্য কষ্টের চুড়ায় নিয়ে যায়.... কি যে অসহ্য....  কতটা যন্ত্রণার তা তুমি বুঝতে যদি আমাকে ভালোবাসতে......!

M/তুমি তো আমার ছিলেনা কখনো.... মিথ্যে বিষ ছলনায় হৃদয় করেছো ক্ষত...!  তবুও এতো বছর পর তোমার ভালোবাসা আমাকে কাঁদায়, পুঁড়ায়- আমাকে কষ্টের সাগরে ভাসায়.... আমি আজ ব্যর্থ জীবনের কাছে পরাজিত....!!?

M/কেমনে ভুলেছ সবি..... এতো ভালোবাসা এতো স্বপ্ন....
দু'জনে সাজাবো ঘর....
যা আজ শূণ্য.......!
জানো তুমি চলে যাওয়ার পর
কত রাত ভোর করেছি তোমাকে ভেবে ভেবে....
দু'চোখের লোনা জলে বালিশ ভিজিয়েছি কত.....
শত কষ্ট হাজারো যন্ত্রণার মাঝেও অনুভব করেছি
তোমার প্রতিটি স্পর্শ ছিল অমৃত....
মুহুর্তেই কান্না ভুলে আকাশের চাঁদটাকে বলেছি
হে চাঁদ তুমি সুন্দর নও নেই তোমার এত আলো
এই অন্ধকারময় হৃদয় আকাশে প্রিয়ার মুখটি উজ্জল সূর্য
তোমাকে ম্লান করে মন আকাশে ছড়ায় আলো....।

M/তোমাকে হারিয়েছি হারায়নি তোমার আমার মধুর স্মৃতিগুলো।
তুমি নিজেকে বদলে নিয়েছ অামি পারিনি বদলাতে নিজেকে- আমার অতৃপ্ত মনকে.... তোমার জন্য অন্তর কাঁদে অবিরত ।
তুমি সুখটাকে করেছ অাপন সাজিয়েছ অন্যের ঘর -
আমি দুঃখি আজ নিঃস্ব.....
ঘরের মাঝে ঘর নেই-
মনের মাঝে মন-
ব্যর্থ এ জীবন.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন