৪/- আইসো বন্ধু
আইসো বন্ধু- সময় করে
আইসো আমার ঘরে-
আকাশ ভরা তারার মেলায়
স্বর্ণ ঝরা চাঁদ পূর্ণিমায়
নিরবধি পূবাল হাওয়ায়
বসবো দুজন ঘাস বিছানায়
প্রেমের বৃন্দাবনে....
তোমায় নিয়ে নিশি জেগে
জ্যোৎস্না ভরা নীরব রাতে
মনের যতো কথা আছে
হৃদয়ের সব ইচ্ছে চাওয়া
বলবো সবি গানে গানে....
ভালোবাসার পরশ দিয়া
ভরাবো ওই দিল দরিয়া
সোহাগ যতন কৃষ্ণ খেলা
সারা বেলা খেলবো দুজন
প্রেমের নাও ভাসিয়ে....
দিগন্তের ঐ আকাশ জুড়ে
স্বপ্ন গুলো যাই ছড়িয়ে
নয়ন মরছে প্রেম বিরহে
দিবারাত্রি চোখ দুটি মোর
তোমার প্রতীক্ষাতে...
৩/- নতুন বৈরাগী
তোমার- সাধের লাউ সামলে রাইখো
ও লাউয়ালী
আইলো এবার নতুন বৈরাগী।
কোন লাউ-ই যাইবো না বাদ
কচি আর মাঝারি
এ বড় শেয়ানা বৈরাগী
ও লাউয়ালী
আইলো এবার নতুন বৈরাগী।।
অন্তরে তার বড়ই মায়া
কণ্ঠে ভরা মধু
ভালোবাসার তীর মারিয়া
করবে তোমায় কাবু।
উদাস দুপুর সন্ধা রাতে
গান গেয়ে যায় আপন মনে
অন্তর পুড়া ঘর ত্যাগী সে
ভালোবাসে তবু।।
ঘর খুঁজে না মন বুঝে সে
লাউয়ের বড় লোভী।
আইলো এবার নতুন বৈরাগী।।
ভালোবাসার এপিঠ ওপিঠ
সবকিছুই তার জানা
মন জানিয়া কইরো পিরিত
নাই গো তোমার মানা।
ভালোবাসার পাগল হয়েই
পৃথিবীতে আসা
যদিও সে পায়নি আজও
তাই'তো ঘর ছাড়া।।
আদর দিয়া লাউ কাড়িয়া
বানাইবো ডুগডুগি।
আইলো এবার নতুন বৈরাগী।।
২/- আমার অন্তর আগ্নেয়গিরি
আমার- বুকটা যেন ইটের বাটা
অন্তর আগ্নেগিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেগিরি---
আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
আমার- অন্তর আগ্নেগিরি---
স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার- অন্তর আগ্নেগিরি---
___
১/- মিনতি ছিল তার নাম
আমাদের স্কুলে অষ্টম পাশ করে -
নবম শ্রেণীর তঅন ছাত্র ছিলামম।
সেই ক্লাশের একটি মেয়ে-বাসতো আমায় ভাল-
মিনতি ছিলো তার নাম-
মিনতি ছিলো তার নাম।।
বাবা মা'র চাপে পড়ে একদিন এসে বলে-
চলো যাই দুজনে ছাড়ি বাড়ি-
পথ চেয়ে দিন গোনে আমার সে মিনতি,
অভিমানে পরলো বিয়ের শাড়ী!!
মিনতি_____ও আমার মিনতি!!
পৃথিবীর কাছে আমি আজ বড় অসহায়,
কেউ তো রাখেনা আর আমার খবর-!
বিধাতার কাছে করি একটাই মিনতি-
শান্তিতে কাপে যেন তার জীবন।।
মিনতি_______ও আমার মিনতি।
মিনতি_______ও আমার মিনতি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন