তোমার- সাধের লাউ সামলে রাইখো
ও লাউয়ালী
আইলো এবার নতুন বৈরাগী।
কোন লাউ-ই যাইবো না বাদ
কচি আর মাঝারি
এ বড় শেয়ানা বৈরাগী
ও লাউয়ালী
আইলো এবার নতুন বৈরাগী।।
অন্তরে তার বড়ই মায়া
কণ্ঠে ভরা মধু
ভালোবাসার তীর মারিয়া
করবে তোমায় কাবু।
উদাস দুপুর সন্ধা রাতে
গান গেয়ে যায় আপন মনে
অন্তর পুড়া ঘর ত্যাগী সে
ভালোবাসে তবু।।
ঘর খুঁজে না মন বুঝে সে
লাউয়ের বড় লোভী।
আইলো এবার নতুন বৈরাগী।।
ভালোবাসার এপিঠ ওপিঠ
সবকিছুই তার জানা
মন জানিয়া কইরো পিরিত
নাই গো তোমার মানা।
ভালোবাসার পাগল হয়েই
পৃথিবীতে আসা
যদিও সে পায়নি আজও
তাই'তো ঘর ছাড়া।।
আদর দিয়া লাউ কাড়িয়া
বানাইবো ডুগডুগি।
আইলো এবার নতুন বৈরাগী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন