স্মৃতির পাতা মেলে মনের দোয়ার খুলে
তোমার মুখোচ্ছবি দেখছি।
শুভ্র মেঘের ডানায় ভেসে ভেসে আজো আমি
তোমার ছবিটি আঁকছি।।
তুমি পূর্ণিমা-চাঁদ হয়ে আকাশ আলো করে
আমার দিকে চেয়ে হাসো।
মুক্ত ঝরা হাসি কত যে ভালোবাসি
তুমিও কি আজো ভালোবাসো ?
কত সুখের দামে আমায় ভুলে গেলে
মিলেনা হিসেব কোনভাবে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!!!
নীরব রাত্রে ওগো খুলে বাতায়ন
আকাশ জুড়ে দেখি তোমার কিরণ।।
তুমি রূপের রাণী মনের রাজ্যে জানি
সুখের ছোঁয়া পাই অনুভবে...।
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!!!
শূন্যতা ঘিরে আজ আমার জীবন
এর চেয়ে ভালো যদি হয় গো মরণ।।
আমার বুকে মিশে কতদিন কতভাবে
বেঁচে থাকার সুখ-আশা দিতে...।
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
স্মৃতির পাতা......ঐ