বুধবার, ৫ আগস্ট, ২০১৫

তবুও চোখ জুড়ে খেলাকরে তপ্ত অশ্রুবিন্দু-'এ জীবনে সুখ কোথায়'?

বুকের মধ্যে যে ব্যথা লুকিয়ে রেখেছি তা কাউকে বলা হয়নি। মাসের পর মাস যে যন্ত্রণা আমার পাঁজর জুড়ে অসহনীয় কষ্টের জন্ম দিয়েছে তা বরণ করেছি ঝিনুকের বুকে মুক্তা বিন্দুর মতোই। ভাবি অনাকাঙ্ক্ষিত বিষয় অতীত শেষ রাতের স্বপ্ন, রঙহীন আল্পনা। তার পর দিন-ক্ষণ-মাস কাটে। তবুও আমি প্রভাবিত হই না।

চলতে গিয়ে পায়ের তলায় কাঁটা বিঁধে, তবুও কষ্ট হয় না। রাতের শেষ প্রহরে, বুকের মধ্যে যখন ব্যথা হয়, তখন যেন আর সইতে পারি না। বৈরাগী মন কাঁদে। তারই মাঝে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন মিনতী। মনে হয় সীমাহীনভাবে একা। কিন্তু এ নিয়ে ভাবা হয়নি কখনো 'এ জগতে সুখ কোথায়'?

জানি আমার পথচলা একদিন মিলিয়ে যাবে অন্ধকারের গলিতে। প্রেয়সী হারানোর নির্মম কষাঘাতে দুমড়ে মুচড়ে যাবে বুকের প্রতিটি পাঁজর। তবুও কী এক অনিশ্চিত ভয়ে আমি স্থির হই। জানি এ পৃথিবীতে হারাবার তেমন কিছুই নেই আমার। তবুও কী এক অবাস্তব স্বপ্ন আমাকে বেঁচে থাকার প্রেরণা জাগায়।

 দুর থেকে দেখি মিনতীর বুকের মধ্যে অনেকগুলো কষ্টের চারা জন্ম নিয়েছে। মিনতী প্রতি সকালে সেগুলোর পরিচর্যা করে। কোলজুড়ে থাকা সন্তানের মতো আগলে রাখে।
তবুও আমার চোখ জুড়ে খেলা করে তপ্ত অশ্রুবিন্দু'!! 'এ জীবনে সুখ কোথায়'?
___________________অতৃপ্ত নয়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন