'সুখ', বড়ই কঠিন সাধ্যসাধন,
কারো কারো জন্য অসাধ্যই থেকে যায়,
অনেকটা ভাগ্যও বলা যেতে পারে।
যদিও ভাগ্য বলতে আমি কর্ম-কেই বুঝি ও মানি,
তারপরও আজ কেন যেন মনে হচ্ছে-
সুখ প্রেম বন্ধুত্ব আর বিবাহ আল্লাহ্ প্রদত্ত বিষয়।
কেউ চাইলেই করতে পারেনা সুখের সাথে বন্ধুত্ব!
আমার মনে হচ্ছে 'সুখ' সবার ভাগ্যে লিখা থাকেনা,
কারো কারো ভাগ্যে সুখই লিখেননি আল্লাহ্।
কিছুকিছু মানুষ দুঃখ আর কষ্টের সাথে
যুদ্ধ করে বেঁচে থাকার জন্যই পৃথিবীতে জন্মায়,
কিন্তু দুর্ভাগ্যবশত তারা কখনওই জয়ী হতে পারেনা;
জয় নামের প্রাপ্তিটি তাদের যেন
সারাজীবনই থেকে যায় খুব শক্ত প্রতিপলক্ষ,
হাজারবার চেষ্টা করেও মিলে না সুখ-বিজয়,
বারবার পরাজয়ের তীক্ষ্ণ আগুনে পুড়তে হয় তাদের,
পুড়ে পুড়ে ছাই করতেই হয় তাদের
অন্তর নামের অনুভূতিশীল অদৃশ্য অঙ্গজ; আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো
নিঃসৃত হতে থাকে চোখদুটি,
বিরামবিহীন প্লাবণে প্লাবিত হতে থাকে বক্ষ ভূমি! আমিও তাদের দলের একজন।
যার জীবনের প্রতিক্ষণ কাটে
দুঃখকষ্ট নামের কঠিন প্রতিপক্ষের সাথে যুদ্ধে,
বেঁচে থাকতে হয় পরাজয়ের সাথে বন্ধুত্ব গড়ে।
যতবার সাজাতে চেয়েছি নিজেকে
নতুন কোন সুখের আশায়,
ততবার চাওয়াগুলো
হারিয়ে গেছে কোননা কোনো নতুন ঝড়ে!
তাই তো মনের ভিতর জ্বলতে থাকা
দহন আর নিভাতে পারিনি দুই সাগরের জলেও!
আমার স্বপ্নরা সব
একেক করে সবগুলোই পুড়ে ছাই হয়ে যায়,
নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকি হৃদয় পুড়ার;
আর কোনো স্বপ্ন আমার কাছে আসেনা,
আমি আজ স্বপ্নহীন।
সুখানুভব কেমন তা ভুলেই গেছি হয়তো....!
মন অন্তরের সাথে সাথে
অনুভূতি নামের ইন্দিয়টিও পুড়ে যেন কয়লা;
এখন আর কোনকিছু আমাকে শিহরিত করেনা
আমি আজ বড্ড অনুভূতিহীন।
অনেক যতনে, তিল তিল করে স্বপ্ন জড়ো করে
গভীর ভালোবাসায়
এই বুকটার ভিতর গড়েছিলাম প্রেমের তাজমহল!
আমার মমতাজ স্ব'হাতে সেই মহলে
আগুন ধরিয়ে অন্যের বুকে বেঁধেছে বাসা,
আমার ঘর পুড়িয়ে অন্যের ঘরে জ্বালায় সন্ধ্যে বাতি!
আমার ভিতর বাহির নিকষকালো আঁধারে ঢাকা,
কূল হারা অথৈ সমুদ্রে ভেসে চলেছি শেঁউড়ার মতো,
কোন স্থিরতা নেই,
কোথাও মিলেনি ঠাই ল্যম্পপোষ্টের ন্যায়...!
ভবঘুরে মনটার জুটল না আজও নতুন ঠিকানা!
আমার দুনিয়া আজ অস্থির,
উম্মাদ ট্যাগ দিয়ে ছুড়ে ফেলতে চায় আমাকে!
এই বুঝি হায় প্রেমের ফল....!
ভালোবাসা কেঁড়ে নিল সুখ- জাতিকুল মান,
বেদনার আগুনে পুড়েই চলেছে এই বুক নিরন্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন