আজ নিশিতে- বদ্ধ ঘরের আঁধার ঠেলে বেলকনিতে এসে দাঁড়াতেই চিরচেনা সেই অনুভূতি'রা ঘিরে ধরলো আমাকে, নির্বাক অনুভবে স্বাদ নিতে থাকলাম। ঠাঁই দাঁড়িয়ে থেকে দূর-আকাশে চোখদুটো স্থির, ঝলমলে চাঁদ, চাঁদের চারিদিকে ছোট ছোট তারা গুলো মিটমিট জ্বলছে-নিভছে, মাঝখানে তুমি! ঝলমলে সেই মুখ, মুক্ত ঝরা হাসির চিরচেনা শব্দ'রা যেন ঢেউ খেলে যাচ্ছে জ্যোৎস্না মাখা বাতাসের স্রোতে ভেসে ভেসে, আহ! কতদিন দেখিনা তোমায়!
তুমি কি সেই আগের মতই আছো...? আমার বিরহে এখনও কি ভাসে ওই পদ্ম নয়ন যুগল...?নাকি অনুভূতি গুলো হারিয়ে'ই ফেলেছো চিরতরে...!
আমি যে কিছুই হারাতে পারলামনা একমাত্র তুমি ছাড়া! নাহ! ভুল বললাম, সেই যৌবনারম্ভের উচ্ছল-চঞ্চলা হাস্য-উজ্জল দিনগুলোও যে এখন আর পাইনা, তোমাকে হারানোর পর থেকেই কোথায় যেন লুকিয়েছে সব...! নয়ন সমুদ্রে লেগেই আছে জলোচ্ছ্বাস, কারণে অকারণে ভাসিয়ে দিতে চায় হৃদয়ের চারণভূমি! মানমন্দিরে খুঁজে পাই আজও তোমারই অস্তিত্ব।সুখ নামের শব্দটা বড্ড অস্বস্তিকর মনে হয়, জানো! এখন আর এই মুখে হাসি'রা পায়না স্থায়িত্ব...!
গভীর রাতের নিরবতা ভেঙে দিতে চায় বেহায়া মনটার আত্বচিৎকার; বড্ড মনে পড়ছে তোমাকে...! নিঝুম রাত্রির মতো নিথর একাকীত্বে তলিয়ে যেতে থাকি, কাল থেকে মহা-কালের দিকে ছুটে চলা নিঃসঙ্গ পথিক আমি গন্তব্যের পথহারা! জুটল না আজও অশান্ত মনটার ঠিকানা...! বেরসিক মুহূর্তগুলো বড্ড পীড়াদায়ক হয়ে ওঠে সুখ-রচিত স্মৃতিগুলো মন্থনে। সুশীতল পশ্চিমা ঠান্ডা বাতাসে রাত্রির বুক শান্ত হলেও- অশান্ত'ই থেকে যায় বুকের ভেতরে জ্বলন-দহন, নিভে না শেষপ্রান্তে এসে'ও...!
এরকম কতো নিশি ভোর হল, জীবন থেকে ঝরে গেল কতশত দিন...! আমি নিশাচর পাখির মতই রয়ে গেলাম ঠিকানা বিহীন, বদলাইনি কিছুই; পুড়া চোখ দুটোই তুমি রয়ে গেলে ঠিক আগের মতই, আহত মনটা জুড়ে রয়েই গেলো তোমাকে হারানোর চাপা কষ্ট...। এই বুঝি পিরিতের হার...! এভাবেই বুঝি দিয়ে যেতে হয় ভালোবাসার ঋণ!!
নির্ঘুম রজনীর অন্তিমকাল গুলো যদি উপলব্ধি করতে পারতে, যদি একবার বুঝতে মনের কোন কোঠায় তোমার বসবাস...! তবে পারতে না এতটা নিষ্ঠুর হতে, কোন অবস্থাতেই একাকী ছুড়ে ফেলতে আমায়; আমাকে দূরের মানুষ নয়-একান্ত কাছের মানুষ হয়েই জীবনভর থেকে যেতে আশপাশ। সজীব হয়ে উঠত মরুভূমির মতো তৃষ্ণার্ত এই হৃদয়, পূর্ণ হয়ে যেতো জীবনের অলিগলি মাঠঘাট, ভালোবাসায় ভরে থাকতো আমার পৃথিবী। আগ্নেয়গিরির আগুনে আর পুড়তে হতোনা দীর্ঘশ্বাস গুলোকে, মুহূর্ত গুলো থেকে যেতো মোহময়, নিজেকে পারতাম ভাবতে মহা-সুখী...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন