শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

সুখে থেকো তুমি, দেইনা অভিশাপ ;

তোমার দাম্ভিক হৃদয়ের মাঠে
ধুলি কণার মতোই পদপিষ্ট হয়েছি....
তোমার অহংকারী মনের আভিজাত্যে
নিজেকে ভিখিরি সাজিয়েছি....
তোমার বিষ ছলনাময় ভালোবাসা
আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ভেবেছি...
তোমার দেয়া যতো কষ্ট যন্ত্রণা
স্মৃতি জাদুঘরে বরণ করে নিয়েছি নিঃশব্দে....
শুধু কখনো ভাবিনি.......
অপরূপ সৌন্দর্যে সাঁজানো স্রষ্টার পৃথিবী
আমার চোখে কুৎসিত হয়ে যাবে....!
চারিধারে হাজারো মানুষের ভিড়ে
একাকিত্ব আমাকে গ্রাস করবে....!
স্বার্থান্ধ পৃথিবীপৃষ্ঠে চির একা করে
স্বার্থপরের মতো অামাকে ছেড়ে যাবে...!
নিজেকে সুখের ভেলায় নিরাপদ করে
দুঃখের নীল সমুদ্রে আমাকে ভাসাবে....!
এতোই বিশ্বাস করেছিলাম যে.....
কখনো ভাবিনি হারাবো তোমাকে...!

আমার ভালোবাসার আকাশ জুড়ে
তুমিই অপরূপ চাঁদ
হৃদয় ভাসিয়েছ প্রেমের জ্যোৎস্না ছড়িয়ে....
হাজারো ব্যথা সুখের হতো...
তোমার একটু পরশে....
ভুলে যেতাম শত অবহেলা
পেয়েছি যতো অপবাদ....
আমার এ ভালোবাসায়
ছিলনা কোন খাঁদ....!

আমি কষ্টকেই সাথী করে বেশ আছি
সুখে থেকো তুমি, দেইনা অভিশাপ.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন