নারী হৃদয়ে বেদনার সুর যখন বেঁজে ওঠে
তার আঁখি কোনে জমানো জল...
দরদর করে ঝড়ে পড়ে শত বিরহের
গ্লানিকে ধুয়ে মুছে নিয়ে যায়।
________কিন্তু পুরুষের
পাষাণ বক্ষ ভেদ করে
যে দু'ফোঁটা অশ্রু ঝড়ে.....
তা কিন্তু বড় কঠিনকে ভেদ করে আসে
পাহাড়ের বুক চেরা নদী থেকে।
কথাগুলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন তাঁর কোন এক গল্প-কবিতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন