যেদিন তোমার সাথে আমার প্রথম আলাপ হলো, সেদিনই স্থির করেছিলাম- জীবনে যতো ঝড় যতো বাঁধাই আসুক তোমাকেই সাথী করে রাখবো। ভালোবাসার মর্ম আমি তখনও কিছুই বুঝতাম না। শুধু বুঝতাম- তোমার কাছাকাছি গেলেই, নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মনে হতো। কষ্টকর হয়ে ওঠতো তুমিহীন প্রতিটি মুহুর্ত।
আমি কিন্তু প্রথম তোমাকে সাধারণ পাঁচ দশটা পরিবারের মেয়ের মতোই ভানতাম....! ভাবিইনি তুমি এতটা অসাধারণ কেউ, তুমি বড়লোক বাবার আদরের মেয়ে...! কিন্তু যখন বুঝেছিলাম- তখন খুব দেরি হয়ে গিয়েছিল, ততদিনে আমি আমার থেকেও তোমাকেই বেশি ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে পাবো না এই ভয় মনের মধ্যে পোষে রেখেও, তোমার প্রতীক্ষায় প্রহর গুনেছি। নিত্যদিন মনের সাথে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু কিছুতেই মানতে পারিনি কোনদিন তোমাকে হারিয়ে বেঁচে থাকবো...!
অথচ কি ভাগ্য দেখো, তোমাকে হারিয়ে আজ কত বছর দিব্যি বেঁচে আছি....! তবে!
এ যে কেবল শুধুই বেঁচে থাকা......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন