তুমি নেই বলে.....
______________________নয়ন
আষাঢ়ের অবাধ্য বৃষ্টি যেন
দুচোখে জমা হয়েছে আজ,
সাগর মহাসাগরের সব জল
সেথায় করছে বসবাস।
স্রোতের তীব্রতায় যাচ্ছে ভেসে
মনের এপাশ ওপাশ,
নিরব শব্দে মাঋে মাঝেই
বর্ষিত হয় কষ্টের বর্জ্যপাত।।
________________________
কষ্ট যতো আমারই থাক
সুখেই থেকো তুমি,
হারিয়েছি তাই হই হতবাক
তোমায় স্বর্গ জানি!
শান্ত নীরব ভোঁরের আকাশ
জেগে ওঠে সব পাখি,
স্বপ্ন ভাঙা হৃদয় আমার
দুচোখ জুড়ে বারি।
সূর্য মামা ঘুচায় আঁধার
বিলায় আলোর রশ্মি,
মনে আমার ঘুর অন্ধকার
দুই চক্ষে না দেখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন