সবই তো দেখি হারিয়ে যায়, দেখছি- বাকি থাকেনা কিছু,
দিন যায়, মাস যায়, বছর-যুগের পর যায় কত যুগ।
প্রিয়া যায় প্রিয়া আসে, রয়ে যায় কেবল স্মৃতিরা চুপ,
স্বপ্ন ভাঙে, বিরহ পুড়ে, তবুও মানুষ কেন নেয় প্রেমের পিছু!!
প্রেমে বুঝি সুখ হায়! কত প্রাণ ঝরে যায়, হয়ে বেদনায বিদুর,
দ্বীন সংসার ভুলে, প্রিয়া নামের মালা গাঁথে, বুঝে না কভু দুখ।
ভালোবাসার কাঙাল হয়ে, প্রিয়া মনের আঙিনাতে-খুঁজে বেড়ায় সুখ,
স্বপ্নে সাজায় ঘর-বাড়ি, বাস্তবতার সাথে আঁড়ি, ভুলে আগামী সুদূর।।
সব সুখ, সব গান, হঠাৎ বুক শ্মশান, প্রিয়া হারায়ে কিশোর,
স্বপ্নের ভালোবাসা-নতুন সুখে হারায়, বেদনায় ভরে রাখে বুক।
লেখা নাই, পড়া নাই, বিরহের গান গায়, হয় ভালোবাসায় ক্ষোভ,
ঘৃণায় ভরে পৃথিবী, বিষাদে কেঁদে উঠে বুক, মন যেন হয় পশুর।।
কেন ভাই, কেন এত পুড়ছ? ভুলে যাও প্রিয়া বিরহ-বেদনার সুর,
নতুন খুঁজে দেখো, প্রকৃতির মতো হও, তোমাকে যে যেতে হবে বহুদূর।
ভালোবাসো দেশ-মানুষ, হইয়ো না রঙিন ফানুস, জীবন দেখো-কত সুমধুর,
পাবে তৃপ্তি, বাড়বে স্বাদ-দেখো সুপ্রভাত, বৃদ্ধ যুবক কিশোর।।
এসো, দেশের গান গাই, ভালোবাসি-বাংলা সাজাই, দেখি রংধনু,
বাংলার আকাশে, বাতাতে, প্রকৃতিতে মিশে যাই, খুঁজি মানুষের দুখ।
সামান্য সুখে, আভিজাত্যের লুভে যেন- কভু না হই উৎসুক,
ন্যায়কে ভালোবাসি-অন্যায় নাশিয়া, বুঝিয়ে দেই আমি নই ভিতু।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন