মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

ওহে মাঝি ভাই - হৃদয়ে দেয় দোলা :কবিতা

ওহে মাঝি ভাই

ওহে মাঝি ভাই- তুমি কোন দূরে যাও বাইয়া।
চিনবা'নি গো আমার বন্ধুর বাড়ি,
বহুদিন হয় বন্ধু গেছে আমায় ছাড়ি।।
পারবা'নি তুমি- আমার একটা খবর দিতে কইয়া।।

আমি মাঝি দুঃখে বিভোর, বন্ধু ছাইড়া গেল সুদূর,
দিন রজনী কান্দি আমি নদীর ধারে বইয়া।
না দেখিলে ওই প্রিয় মুখ, মরেও বুঝি পাইবো না সুখ,
এই খবরটা তারে একবার, যাইও গো শোনাইয়া।।

বন্ধু আমার বড়ই ভালো, আমার দুটি চোখের আলো,
শুনলে খবর আইবো বন্ধু- আমার কাছে ছোইটা।
চোখ বুজিলেই জগত কালো, তারেই আজও বাসি ভালো,
এই কথাটিই তারে মাঝি- বইলো আমার হইয়া।।

নিশি জেগে চাঁদের সনে, অনেক কথা শোধাই তারে,
আমায় সখি কেমন করে- থাকে গো ভুলিয়া।
অহর্নিশি প্রেম আগুনে, পুড়ছি আমি ধুকে ধুকে,
নয়ন বলে হইলে পাখি- যাইতাম গো উঁড়িয়া।।

চোখে আমার প্রেমের নদী, বইছে যেন নিরবধি,
শ্রাবণ বানে যায় গো আমার এই বুক ভাসিয়া।
সদয় হয়ে বইলো মাঝি, বন্ধু যেনো আসে ফিরি,
রইবো আমি তার অপেক্ষায়- হৃদয় খুলিয়া।।

--হৃদয়ে দেয় দোলা

আঁকা বাঁকা পথটি ধরে, রোজ বিকেলে যেতাম হেটে।
তোমার বাড়ির সামনে এসেই, মিলতো তোমার দেখা।।
মনের কথা যেতাম বলে, তোমার চোখে চোখটি রেখে।
লোকের ভয়ে মুখে কিছুই, হইতো না আর বলা।।

এতেই খুশি মনে মনে, ভাবছি কতই রাত্রি এলে।
তবুও তো আজ বিকেলে- হইলো তোমায় দেখা।।
হইতো কথা চাঁদের সনে-যেমন হইতো তোমার চোখে।
চাঁদ আর তুমি একই যেনো- আমার ভালোবাসা।।

বিরহের সেই অলস ক্ষণে- মন মিশিয়ে তোমার সঙ্গে।
সুখ বিলাসে কত কথাই- বলতাম আমি একা।।
চন্দ্র তারা মেঘের ফাঁকে- তোমার যেন মুখটি ভাসে।
হৃদয় জুড়ে বন্ধু তখন- আমার কতই আশা।।

বাঁধিব ঘর তোমায় নিয়ে- সময় যাবে প্রেমের সুখে।
হৃদয় জুড়ে থাকবে কেবল- তোমার ভালোবাসা।।
চাঁদ দেখিব দুজন মিলে- রাখবো মাথা তোমার কোলে।
এর চেয়ে সুখ কোথায় বল- আমার জন্য রাখা!!

গানের ছন্দে মন আনন্দে- তোমার কথা যাই যে ভেবে।
কেমন আছো বন্ধু তোমায়- কত দিন দেখি না।।
অমানিশা চাঁদনি রাতে- মন ভুবনের আকাশ জুড়ে।
তোমার প্রেমের স্মৃতিরা সব- হৃদয়ে দেয় দোলা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন