মা'গো তোমার হয়না তুলনা পৃথিবীর কোন প্রেমে,
স্বপ্ন আশা ভালোবাসা হয়ে থাকবে মোর অন্তরে।
স্বর্গ যেনো পাই খুঁজে মা তোমার হাসি মুখে,
চোখ জোড়ান মন ভুলান মিষ্টি মধুর শাসনে।
কতো হাসি কান্নার ছলে বায়না করি আদায়,
কতই কষ্ট ব্যথা দেই মা কতদিন কত কথায়!
হাসি-মুখেই করছো বারণ করতে সকল অন্যায়,
পাহাড় সম ব্যথা ভুলি মা তোমার স্নেহ মায়ায়।
মা'গো তুমি ধনগৌরব আমার সুখ সমস্ত,
সামান্য অসুখ সর্দি জ্বরে সেবায় তুমি ব্যস্ত।
____
মা'গো তুমি ধনগৌরব
আমার সুখ সমস্ত,
সামান্য অসুখ সর্দি জ্বরে
সেবায় তুমি ব্যস্ত।
জনমদুখি পৃথিবীর বুকে
মা নাই যার ঘরে,
সে'বোঝে মা কতটা একা
কতো ব্যথা অন্তরে।
স্বর্গ যেনো পাই খুঁজে মা
তোমার হাসি মুখে,
চোখ জোড়ানো মন ভুলানো
মিষ্টি মধুর শাসনে।
কতো হাসি কান্নার ছলে
বায়না করি আদায়,
কতই কষ্ট ব্যথা দেই মা
কতদিন কত কথায়!
যেদিন তুমি থাকবেনা মা
থাকবেনা মোর পাশে,
সেদিন কেমন বাঁচবো আমি
তাই ভাবি দীর্ঘশ্বাসে।
হাসি-মুখেই করছো বারণ
করতে সকল অন্যায়,
পাহাড় সম ব্যথা ভুলি মা
তোমার স্নেহ মায়ায়।
মা'গো তোমার হয়না তুলনা
পৃথিবীর কোন প্রেমে,
স্বপ্ন আশা ভালোবাসা হয়ে
থাকবে মোর অন্তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন