তোমার জন্য'ই হয়তো এসেছিলাম পৃথিবীতে,
সেজন্য বুঝি হয়েছিল দেখাসাক্ষাৎ দুজনাতে।
কতনা অসাধ্য ছিল, কমতো ছিলনা অপবাদ,
মিশেছি তবুও-মিটিয়েছি জীবনের যতো-স্বাদ।
বুঝেছি প্রেম-ভালবাসার আবদার যতো-ইচ্ছে,
স্বর্গীয় সব মুহূর্ত'ই আজ যেন রূপকথা-কিচ্ছে।
যখন ডুবে যাই নীরবতায় দ্বার খুলে ভাবনার,
ভেসে উঠে স্মৃতিপট দুই চোখে স্রোত কান্নার।
কেন কোন আশা মিছে বেঁচে থাকা-যুক্তিহীন,
বিষাদের কারণ হয়েছি সবার-যেন ভিত্তিহীন।
ভেসে গেল সবই আমার, বুকে ব্যথা চিনচিন,
ফিরবে না আর ভাবলে জ্বালা বাড়ে দিনদিন।
নিজেকে পুড়িয়ে-ও খুঁজে পেয়েছি সুখ তখন,
অনুভূতি দেখেছি তোমাতে-আমার প্রয়োজন।
ভেবেছিলাম সার্থক জন্ম হে-প্রিয়জন শোনো,
তোমা ছাড়া বড্ড একা-প্রয়োজন নাই কোনো।
অথচ দেখো ভাগ্যের পরিহাস-কী অমানবিক!
বৃথাই হলো জন্ম-নিষ্ফল ছোটে চলি দিক্বিদিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন