রবিবার, ৮ জুলাই, ২০১৮

আমারও মন চায়

তোমার স্ট্যাটাস দেখেই বুঝতে পারছি
ও'মনে আজ বৈশাখী ঝড়,
হৃদয় জুড়ে অস্থিরতা, সর্বাঙ্গে যেন বিঁধছে কাঁটা।
কিসের এত কষ্ট তোমার বুকের ভিতর,
দিয়েছো কি মন সে পাষাণ লয় না খবর!!
মনের কষ্ট গুলো লুকিয়ে রাখি হাসি দিয়ে,
কেউ বুঝতেই পারেনা
বুকের ভেতর আগ্নেয়গিরির দহন জ্বালা।
এমন কিছু কষ্ট বুকে চেপে রেখেছি
যা কাউকে বলতে পারিনা,
আসলে বলার মতো
একজন বন্ধুর সন্ধান মিলল না কখনো।

ভাবতে পারো বন্ধু তুমি বলতে মনের কথা,
আদরে সোহাগে তোমার ঘুচবে সকল ব্যথা।

সবাই কি সবকিছু ভুলতে পারে!!
কিছু আঘাত গেঁথে যায় হৃদয়ে,
যতই পুরাতন হোক তা ফিরে ফিরে আসে।
নিশিত একেলা জাগি শূন্য মোর বিছানা,
বুকের মাঝারে তুমি দুচোখে স্বপন রঙিলা!
চাঁদ যদি মোর হইতে বন্ধু মাঝরাতের আকাশে,
ঘুম ভাঙিলেই ভরাইতে মন মধুর প্রেম আলাপে।

এমন গরম দিনে
কাঠফাটা রোদ্দুরে পূবাল হাওয়া,
তপ্ত দেহ-মনে তোমার কোমল স্পর্শ পাওয়া।
বন্ধু তুমি শীতের কাঁথা গরমকালে শীতল পাখা,
বুকের সাথে বুক মিলিয়ে করতে নিশিভোর;
আজও এ'মন তোমায় খুঁজে, আবেগে বিভোর।
বিকেলের সোনা ঝরা রোদ্দুর মেখে গায়,
কতনা প্রহর কাটিয়েছি দুজন নির্জন নিরালায়।

ভেঙে ফেল বন্ধু তোর মৌন দেয়াল,
আছি তোর স্বপ্নে বিভোর হইসনা বেখেয়াল।

আমারও মন চায় তোমার পাশে বসে
প্রিয় মুখটির দিকে চেয়ে থাকি অপলক,
মেঘ-কালো দীঘল চুলে বুলাই হাত,
গভীর ভালোবাসায় চুমো দেই
ওই কাজল-কালো চোখের পাতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন