শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

হৃদয় মাঝেই লিখে রেখো

তোমার রূপেরমোহ কেড়েছিল মোর অন্তর মন,
যৌবনারম্ভে কতনা চঞ্চলা সময়,
হৃদয় গহনে জমে থাকা কতনা সাধ ইচ্ছে...

আলেয়ার পিছে ছোঁটে ছোঁটে ক্লান্ত হয়েও
তৃপ্তির শ্বাস ছাড়ে আমার আবেগি প্রাণ,
বুঝেছি, ভালোবাসা স্বপ্ন সাধ ইচ্ছের ভিতর
না চাইলেও থাকে অনেকটা অভিমান...।

আমি গোধূলি রঙে রাঙিয়ে মনের আকাশ-
তোমার বিদায়ী মুহূর্তকে জানিয়েছি সাধুবাদ,
বোঝো'নি
তখনো হৃদয় গহীনে জ্বলছিল অনল,
পোড়া চোখ দুটোয় ছিল বাঁধভাঙা অশ্রুর ঢল।

কিছুকিছু সময় মানুষ
মরণকেই বেশি ভালোবেসে ফেলে,
মনে করে মরণেই সবকিছুর সমাধান।
আমিও কি তেমনি কোন সময়ের স্রোতে...!

মাঝে মাঝেই নিজেকে হারিয়ে ফেলছি
অচেনা কোন ভাবনায়,
কিছুতেই মিলছে না সদুত্তর!
আমি নয়তো কোন মহা ভুল!
আমার অস্তিত্ব কোন ঠিকানায়...?

বারবার ফিরে ফিরে আসে
সেই একজনই চিন্তা চেতনায়,
এটাই বুঝি ভালোবাসা, এটাই প্রেম স্বপ্ন আশা,
কখনো হাসায় কখনো কাঁদায়...!

বোঝতে যদি আমার একাকী সময়ের কষ্টগুলো,
যদি বোঝতে আমিও একজন যুবক-
প্রয়োজন আছে আমারও নারীসঙ্গ;
তবে পারতোনা বুকে বাসা বাঁধতে কষ্ট কোনো...
নাইবা যদি দিতে পারো মন-
তবে প্রয়োজন নাই দেহ,
ভালোবাসা মনেই থাকে সেখানেই একটু রেখো।

হয়'তো জানিয়ে,
নয়'তো চুপিচুপি হবে মোর প্রস্থান পৃথিবী থেকে,
সেদিন, মনের অজান্তে হলেও
বিসর্জন দিও দু'ফোটা অশ্রুজল,
ভাববো, এইতো প্রেম, এইতো সুখ
এইতো পেলাম তোমায় ভালোবাসার ফল।

আমি তো জানিনে বন্ধু
ভালোবাসা চাওয়াটাই ছিল মস্ত বড় ভুল,
জীবনের শেষদিন পর্যন্ত দিয়ে যেতে হবে-
আমাকে সেই ভুলের মাশুল!

হয়তো আমি একদিন চলে যাবো,
রাখবে না আমায় আর মনে কেহ।
তোমার হৃদয় মাঝেই লিখে রেখো,
রয়ে যাবে মন সেথা, না থাক দেহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন