বুধবার, ২২ আগস্ট, ২০১৮

কি করি এখন

কোন মিস্তিরি বানায় দিল এত সুন্দর দেহ,
উচুঁ নিচু ঢেউ যমুনায় মন'যে হারাই গেল!
একনজরে কেড়ে নিল আমার পাগল মন,
যেদিক তাকাই দেখি তারে কি করি এখন!

চোখতো নয় পদ্ম কলি চাহনিতে কি মায়া,
বারে বারে বলছে এ'মন থাকবে হয়ে ছায়া।
দুধে-আলতা গায়ের রঙ অঙ্গে লাগে দোল
উদাস হয়ে থমকে দাঁড়াই শুনে মুখের বুল।
মিষ্টি-ভাষী চলন বাঁকা উড়ন্ত ওই হৃদয়,
কোন সাধনে কি উপায়ে করবো তারে জয়!

স্বপ্ন কত দেখছি জেগে ভাবছি মনের মতো,
তাকে ঘিরেই দ্বীন দুনিয়া আমার সুখ যতো।
ঘুম'না আসে কে'বা জানে একলা জেগে রই
আমার মাঝে নেই'যে আমি কেমন করে কই।

বন্ধু যদি হইতো আমার বলতো কাছে এসে,
চল'না দুজন বসবো আজ রমনায় বটমূলে-
কত'কথা বলবো দুজন করবো কত আদর,
উষ্ণ পরশ লাগিয়ে বুকে নেবো মনের খবর।
সুখের নেশা মাতাল করে এসব যখন ভাবি,
কেমন করে যাবো কাছে জানাব প্রেম দাবী।

কি করি এখন _নাঈম জাহাঙ্গীর নয়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন