শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

মন্তব্যে প্রতিউত্তর

লেখক বলেছেন: 

দারুণভাবে বলছেন ও ভাই 
প্রিয়কে মোর হয়ে, 
সত্যি সত্যিই আসবেন চলে
একবার যদি শুনে। 

ভরবে আমার হৃদয়'এর ঘর 
বন্ধু কাছে এলে,
আর কিছুইনা চাই গো ভবে 
ভালবাসা তার পেলে।

অপেক্ষা তার ঘুচবে ও'ভাই
এ ভীষণ যন্ত্রনা,
দিন তো কাটছে কোনমতে 
রাত্রি আর কাটে না।

বন্ধুর ও মুখ দেখছি কত'ই 
সারারাত জাগিয়া,
তন্দ্রা চোখে বিষণ্ণ মনের
কষ্ট সেও বুঝল না।

করবেন নাকি আমার হয়ে 
দিবেন একটি খবর,
নাইবা যদি পাই বন্ধু-রে
দেয় যেন মোর কবর।

কি লাভ বলেন বাঁচতে ভবে 
মিলবেনা তার নজর,
কেউ না জানে বুঝবে না কেউ
বুকে কষ্টের নহর।

দারুণ মায়া আপনার মনে
বুঝেছি অনুভবে, 
আন্তরিক এই মন্তব্য রেখে 
ঠাঁই নিলেন হৃদয়ে। 

কৃতজ্ঞতা আর ভালোবাসা 
রাখছি আপনার তরে,
প্রেরণা হয়ে থাকবেন ও'ভাই
শুভকামনা শুভেচ্ছান্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন