ও ভাই! যাইসনা তুই এত দূরে। আমি যে বড্ড একা যাবরে ভাই....!
মনের এই আকুতি আমি প্রকাশ করতে পারিনি। বলতে পারিনি আমার বড় ভাইকে আমার হৃদয়ে শ্রাবণ ধারা বইছে তার এত দূরে বাড়ি বানানোর কথা শুনে। অামি শুধু বলেছিলাম, কি দরকার এত দূরে বাসা করার। এছাড়া আর কিইবা বলতে পারি আমি। তার ভবিষ্যৎ চিন্তা, সুখ তৃপ্তি জড়িত তার চাওয়ায়। আমি সেখানে বাঁধা দিবো কেন। আর বাঁধা দিলেই কি আমার কথা শুনবে ? শুনবেইবা কেন?
আমার কোন ক্ষোভ নিয়ে লিখছি না। লিখছি আমার মনে বিষণ ঝড় বইছে। ভাবছি অনেক কিছুই। বার বার নিজেকে খুব বেশি একা মনে হচ্ছে। আর হবেইনা কেন। আমিতো কোন দিন ভাবিইনি এত দূরে থাকবো ভাইদের থেকে।
কত সুন্দর, সুখের সংসার ছিল আমাদের। ঝড়ের মত সব এলোমেলো হয়ে গেল। হয়েছে অবশ্য আরও অনেক আগেই। কিন্তু এতোটা অনুভব করিনি। সেভাবে ভাবিওনি কোন দিন। আজ ভাবতে হচ্ছে। ভাবতে হচ্ছে এই বুঝি একা হয়ে গেলাম। চোখের পাতা বারবার ভিজে উঠছে। মনভরে কাঁদতেও পারছি না। ভাই আমার বড় লোক হয়েগেছে ময়মনসিংহ ফ্লাট কিনবে। আমার ভাতিজিরা সুখে সাচ্ছন্দে বড় হবে। আমার তো খুশি হওয়ার কথা। হয়েছি তো! খুব খুশি হয়েছি আমি।
ভাই তুমি সুখে থেকো..... মন থেকেই বলছি সুখি হইয়ো তুমি।
অনেক কিছু লেখবো বলেই ঢোকেছিলাম ব্লগে। আর পারছিনা.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন