লিখবো বলেও হয়নি লিখা
আমার জীবনের গল্প-
শুধু ভালোবাসাতেই ব্যর্থ হয়ে
সফলতার ভাগ অল্প !
নির্ঘুম রাত হারিয়েছি কত
কার কাছে তা বলবো-
জীবনের চেয়েও ভালোবাসিলাম
সে'তো ভেবেছে তুচ্ছ !
তাকেই চেয়েছি আপন করে
সে চেয়েছে অর্থবিত্ত-
হারিয়ে বুঝেছি- ভুল মানুষের প্রেমে
জীবন আমার নিঃস্ব !
সে'কি প্রেম! পাড়ার লোক সমাজে
কতো না চাঞ্চল্য -
মুগ্ধ সবাই, শুভাকাঙ্ক্ষীরা বলতো
নয়ন তুমি ধন্য !
কিন্তু হায়! এতো বছরের প্রেম
সাজানো যতো স্বপ্ন -
মাড়িল সে নিজের'ই পায়ে
করলো সবি পণ্ড !
গরিবের যতো প্রেম যেন আজ
গরিবে'ই সীমাবদ্ধ -
অর্থের কাছে কি 'নির্বোধ প্রেম'
চিরকাল থাকে অন্ধ !?
[ লিখেছি:- নির্বোধ প্রেম - সামওয়্যারইনব্লগ ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন