রবিবার, ২৬ জুন, ২০১৬

হয়নি পাওয়া

চোখ বুঝিলেই তোমায় দেখি
স্বপ্নে চলে প্রেমের খেলা-
ঘুম ভাঙিলেই শুধু ভাবি
এভাবেই কি যাবে বেলা !

মায়ায় বেঁধে সারা জীবন
থাকবে পাশে দিলে কথা-
আকাশ ছোঁয়া ভালোবাসা
হারিয়ে সব বুকে ব্যথা !

বদলে ছিল এই ছেলেটি
প্রথম তোমার পেয়ে দেখা-
মনের রাজ্যের আকাশ জুড়ে
এঁকে ছিল স্বপ্ন রেখা ।

বদলে গেছি অনেক আগেই
বদলেছে তাই জীবন ধারা-
সফলতার সব পেয়েছি
এই জীবনে তুমি ছাড়া !

ইট বালির এই দেয়াল গড়ে
লাভ কি রেখে হৃদয় কালা-?
তোমার মাঝেই ছিলাম আমি
তাই বুঝি আর হয়নি পাওয়া !

[ লিখেছি:- 'হয়নি পাওয়া' - সামওয়্যারইনব্লগ.কম
'হয়নি পাওয়া' -  ইস্টিশন.কম ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন