মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

শ্রদ্ধাঞ্জলি

ইতিহাস বলে- 'ইতিহাসের মহানায়ক' তুমি।
যাঁর জন্ম না হলে- বাংলাদেশের জন্ম হতো না,
বাঙালি পেতো না মুক্তি।
তাঁর সাথেই আমার ভাব- যেন,
পিতার সাথে সন্তানের না দেখা প্রেম চুক্তি।

যিঁনি কখনো অন্যায়ের সাথে করেননি আপোষ,
সারা জীবন ন্যায়ের পক্ষে ছিলেন বহমান-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সে যে আমার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মানুষকে ভালোবাসার সুউজ্জল দৃষ্টান্ত- 
ইতিহাস তাঁর প্রমাণ, 
ধনি গরিব জাতিভেদের ছিল না দূরত্ব 
সবাই ছিল তাঁর কাছে সমান।
মাটি মানুষকে ভালোবেসেই তিঁনি
নিজের জীবন করেছেন তুচ্ছ,
জেল জুলুমেও দমাতে পারেনি
প্রিয় মানুষের সাথে তাঁর বন্ধুত্ব।

সাধারণ নয়- তিঁনি অসাধারণ এক মহান নেতা,
শোষিত মানুষের হৃদয়ের সম্পদ
মুক্তি স্বাধীনতার চেতনা।
এই মহামানবের বিদায়ের বেলা, কেঁদেছিল বাংলাদেশ
কেঁদেছিল বিশ্ব সংবাদ ধারা।
ব্যথিত হয়েছিল প্রতিটি মানুষ, স্তব্ধ ছিল বাংলা,
অধিক শোকে হয়েছিল পাথর, বিশ্ব বাঙালি, দেশমাতা।

বাংলার আকাশে আজও একটাই চাঁদ তুমি
সংগ্রামে চেতনায় শ্রদ্ধায় রয়েছো মিশি,
হৃদয়ের সমস্ত ভক্তি দিয়ে- তোমাকেই স্বরণ করি।
হে মহান! বাংলার অবিসংবাদিত সংগ্রামী
গভীর ভালোবাসায় তোমাকে জানাই- 'শ্রদ্ধাঞ্জলি'।

( শ্রদ্ধাঞ্জলি -নয়ন) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন