"আপনি চাকরি করেন- আপনার মাইনা দেয় ঐ গরিব কৃষক, আপনার মাইনা দেয় ঐ গরিব শ্রমিক, আপনার সংসার চলে ঐ টাকায়, আমি গাড়ি চড়ি ঐ টাকায়, আমরা ভাত খাই ওদের টাকায়- ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। ওরাই মালিক। ওদের টাকায় সংসার চলে।
এই বেটা কত্থেকে আসলি...! সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো... এটা স্বাধীন দেশ, বৃটিশ কলোনি নয- পাকিস্তানি কলোনি নয়- যে লোককে দেখবা তার চেহারাটা হবে বাবার মতো, তোমার ভাইয়ের মতো। ওর পরিশ্রমের পয়সা। ওরাই হবে সম্মান বেশি পাবে। কারন, ওরা নিজে কামাই করে খায়। আর তোমরা....
একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু। আমাদের কাছে জিজ্ঞাসা করি- আপনাদের বলবো কেন, আমি'তো আপনাদের একজন-
আমাদের লেখা পড়া শিখাইছে কেড়া? আমার বাপ মা, আমরা বলি আমাদের বাপ মা।
আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমাদের ডাক্তারি পাশ করায় কে? ইঞ্জিনিয়ারিং পাশ করায় কে? সাইন্স পাশ করায় কে? বৈজ্ঞানিক করে কে? অফিসার করে কে? কার টাকায়...? বাংলার দুঃখী জনগণের টাকায়।
আপনাদের কাছে আমার জিজ্ঞাসা....
শিক্ষিত ভাই'রা... যে আপনার লেখা পড়ার খরচ দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়। দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন ? কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন...?
কার টাকায় ইঞ্জিনিয়ার সাব, কার টাকায় ডাক্তার সাব, কার টাকায় অফিসার সাব, কার টাকায় রাজনৈতিক সাব, কার টাকায় মেম্বার সাব- কার টাকায় সব সাব...?
সমাজ যেন ঘুণে ধরে গেছে ! এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই- যে আঘাত করছিলাম পাকিস্তানিদের.... সেই আঘাত করতে চাই এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে।" -বঙ্গবন্ধু
____বঙ্গবন্ধুর ভিডিও ভাষণ থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন