ও সাথী.....
জীবন নামে ডাকতে আমায়- কত মধুর সুরে,
ব্যাকুল প্রেমে অবুঝ হৃদয়- চোখ রাখিত চোখে।।
স্বর্গ সুখের দুচোখ তোমার,
সাধ জাগে'গো আজো দেখার!!
এই বেদনা বুঝবে কে আর- দহন জ্বালা বুকে!
ও সাথী.......
কান্দে আমার হৃদয় তবু- বাসে তোমায় ভালো,
তুমি ছিলে দুটি চোখে- চাঁদ সুরুজের আলো।।
কত দুঃখের কপাল আমার
চোখ থাকিতেও দেখি আঁধার।।
তোমার জন্য অনন্তকাল- পুড়বো প্রেমের বিষে।
ও সাথী.....
কতো সাধের স্বপ্ন ছিলো আমার দুটি চোখে,
ভেঙে দিলে যা ছিল সব মরছি ধুকে ধুকে।।
কতই সুখে করছো সংসার,
জানতে বড়ই ইচ্ছে আমার।।
পুড়া বুকে ব্যথার পাহাড় আমি তো নেই সুখে।
ও সাথী.......
এই জীবনে পেলাম না'তো তোমার ভালোবাসা,
আরেক জনম পাবো তোমায় মনের বড় আশা।।
তুমি ছিলে জীবন আমার,
আর কিছুনা ছিল চাওয়ার।।
খোদার পরে আসন তোমার নয়নের এই বুকে।
ও সাথী........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন