সকাল দুপুর সন্ধ্যা রাতে
আমার পাখি মধুর সুরে, করতো ডাকাডাকি।
মনের সুখে আমি তখন
করছি কত প্রেমের কথন, চলতো মাখামাখি।।
কি করে তা যাবো ভুলে
হৃদয় আজো ব্যথায় পুড়ে, যখন তারে ভাবি।
নিত্য কাজে চলন বলন
সব কিছুতে তার বিচরণ, কেমনে একা থাকি!!
রাত্রি জাগি একলা ঘরে
বন্ধুরে খুব মনে পড়ে, পূর্ণিমা-চাঁদ দেখি।
বন্ধু যদি কাছে আসতো
ভালোবাসার কথা বলতো, বসতো পাশাপাশি।।
চাঁদ দেখিতাম মিলে দুজন
ভরতো আমার অন্তর মন, মধুর কথা শুনি।
প্রেমের খেলায় হয়ে মত্ত
ভুলতাম মনের ব্যথা যতো, ভাব-সাগরে ভাসি।।
পূবাল হাওয়া মিষ্টি সুরে
দোল লাগিত আমার মনে, মুক্ত ঝরা হাসি।
লজ্জা পেতো পূর্ণিমা চাঁদ
ভুলে যেতাম সব অপবাদ, বুকের সাথে চাপি।।
দুঃখ সুখের সকল কথা
রাখছি যতো মনে জমা, বলতাম তারে সবি।
উচ্ছ্বসিত মন আনন্দে
জড়িয়ে ধরে বাহুডোরে, বলতো ভালোবাসি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন