আমার বুকের ভেতর আছে একটা সমূদ্র
তুই দেখবি কি তার বিশালতা আয়.....
ইচ্ছে হলেই আসবি কাছে
বাসবি আমায় ভাল
বুকের সমূদ্রটা আমার ছড়ায় ভিষন আলো।
থৈ থৈ থৈ অথৈ জলে
নাও ভাসাইয়া দে
তোকে ভাল বাসতে বাসতে
আমার জীবন গেল যে।।
ভিষন মেঘে আকাশ কাল
মনটা কি তোর আছে ভাল
চলনা ভাসি এই ক্ষনেতে মনের সমূদ্রে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন