শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

দর্শনে ব্যাকুল

হয়েছিল দেখা তার সাথে এক শুভ্র-
সকালে-নির্মল বায়ু মেখে ছিল গায়,
হাতে ছিল ফুল-ভরা ডালায় শোভিত-
রূপবতী, মুগ্ধ তার চোখে-র মায়া'য়।
ষোড়শী যৌবনা অঙ্গ-উড়ু কালো চুল,
বাক্য গুণে গুণবতী, দর্শনে ব্যাকুল-
পদ্মার ঢেউ অঙ্গের দোল-ছন্দে মুগ্ধ
পথিক স্বজন বন্ধু- প্রেম তাড়নায়।

মন হারিয়ে সেদিন থেকে কাঁপে বুক,
তাকে হারানোর ভয়, বিষণ্ণতা নিত্য-
মনের ঘরে, ভাবি সে রাণী আমি ভৃত্য-
হবো, প্রেম পেলে তার সাজিব অবুঝ।

রূপে গুণে চৌকস- এ'চোখে স্বপ্ন হায়
ঝরে যাবো, শূন্য পৃথ্বী, সে যদি হারায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন