শুক্রবার, ২৩ জুন, ২০১৭

অধিকার ক্ষত কবিতা মহিমা খুঁজে নেবে

অধিকার 



মিষ্টি কথার ভাষণ চাই না---
চাই, সাধারণ মানুষের অধিকার;
খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান
আইনের সু-শাসন, প্রতিটা নাগরিক
যে অধিকারের দাবীদার।।

কোনো প্রয়োজন দেখিনা ওয়াদা 
প্রাপ্ত দায়িত্বই পালন কর তোমার; 

প্রাণে প্রাণে ভাসাও মানবতর সাম্পান 

ভালোবাসো মানুষকে, তবেই নিশ্চিত 

তোমাকে খুঁজে নিবে বারবার।।

ওয়াদা-ভাষণ আর খুঁজি না, 
শুনতে শুনতে হয়ে গেছে কান ভার!

পিতামাতা হারা ক্ষুধার্ত ভাসমান,
নীতিবাক্য, মিষ্টি কথায় তালি বাড়ে ঠিক 
পেটে ক্ষুধা-থাকে ঘর অন্ধকার।।


ক্ষত-

ভালোবাসা বলতে এখন 

নাইতো আর কিছু।
কষ্টে ভরে সুখের জীবন
ঘুরছে টাকার পিছু।।

চোখে পানি দেখে কারো 
শিহরিত হয়না বুক।
প্রেমে তৃপ্তি যতই দেখো
টাকার কাছেই চুপ!!

কষ্ট যতো রাখছি বুকে
তা হবার নয় শেষ,
যখন ভাবি সুখে আছে
আমার সুখও বেশ।।

এই মোর চাওয়া ছিল 
রাখব তাকে সুখে। 
তার আনন্দ খুঁজে নিল 
রইলাম আমি দুখে!! 

কষ্টেসৃষ্ট এ-মনের ঘরে 
প্রেম ভালোবাসা'য়।
ভাঙা বাড়িত রইল পরে
মরণ গন্ধই ছড়া'য়!! 

অন্তর পুড়া গন্ধ কি আর
স্বার্থান্ধ কভু বুঝে?
মিষ্টভাষী এ-ছলনা তার
আভিজাত্য খোঁজে।। 

কান্নার পর্ব শেষ করেছি
অনে-ক বছর গত।
স্মৃতি গুলো পুঁড়ায় বেশি
হৃদয়ে করছে ক্ষত।। 


কবিতা

কবিতা আর আমি-
নির্বাক নিঃশব্দ আর 

নিঃস্বতা'র পৃথিবী।
শূন্যতায় ডুবে থাকি- 
ধ্যান-জ্ঞান আমার 

স্বপ্নের রাজ্যেশ্বরী।।
প্রীতম সঙ্গমে ডুবি- 
খুঁজি তৃপ্তির সমাহার 

হয় স্বপ্নরা জয়ী।
সহস্রাব্দের ভরা ঝুড়ি- 
স্বপ্ন সুখিত কল্পনার 

সে অমর সঙ্গিনী।। 


খুঁজে নেবে 


অনুক্ষণে বৃন্দাবনে নীরব কথন,

ভুলতে নাহি পারি হয় গো স্মরণ।

প্রেমালাপে হয়ে মত্ত কতশত ক্ষণ,

ভেসেছি স্বপ্নলোকে ঘুরেছি গগন।।


ভুলে যেও মোর স্মৃতি করোনা স্মরণ,

ভাবনা যত অহর্নিশি প্রেম আশা স্বপন।

তব হৃদয়ে জমানো স-যতনে মধু-ক্ষণ,

ছড়িও বাতাসে খুঁজে নেবে এই মন।। 


মহিমা

নীরব স্তব্ধ রাতের জড়তা ভেঙে,
আকাশের দিকে চেয়ে থাকি 
প্রেম ভরা মুগ্ধনয়নে;
দেখি জোছনা মাখা চন্দ্র।

কি মহিমা মিশে আছে তাতে!! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন