মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

বন্ধু তুমি নদীর মতো

মনটা তোমার পাবো বন্ধু কেমনে করবো আশা,
হইল না-তো নিজের সাথেই আমার আত্মীয়তা!
ফল পাবো তাই মনের ভূমে লাগাই গাছের চারা,
গাছের সব ডাল শুকাই গেলো রস যতন ছাড়া।

আমিই নিজের চিরশত্রু তাল-হারাই হই-বেতাল,
জীবন সাগরে ব্যর্থ'ই সদাই ধরতে নিজের হাল।
বান্ধিয়া মন ভুল মানুষে বারে-বারেই হই অঙ্গার,
এগিয়ে যেতেই পিছাই দিগুণ চলাই হয়না আর!

কতো আশা-য় ঘর বাঁধিলাম করবো বসত সুখে,
চাল উঁড়াইয়া ভাঙল সে-ঘর নিদারুণ কাল-ঝড়ে!
না-পারলাম চিনতে বুঝতে নিজের কি-সুখ ভালে,
ভেঙে-ই পড়ি বিশ্বাসে ভরি যখন ধরি যে ডালে!

আত্মার পরমাত্মীয়া জানলাম যারে-ই মনলাম,
মন ভেঙে তুষেরআগুন জ্বালিয়ে গেল পুড়লাম।
বন্ধু শোকে অতৃপ্ত আজ হইয়া দুঃখের গোলাম,
ভাঙাগড়ার নিত্য খেলায় নিজেই আমি হারলাম।

মায়া-র টানেই ফিরবে পাখি নিবেই ঘরের খবর,
আসবেনা আর মনের মানুষ ভাঙলে মনের ঘর।
বন্ধু তুমি নদীর মতো দুকূল ভাঙি গড় নতুন চর,
সাহস কি আর ভাবতে আপন হবেই জানি পর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন