মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

স্কুলে যাই রোজ সকালে

রোজ সকালে আম্মু বলে,
সোনামণি খুব ভালো ছেলে;
আদর সোহাগ নিয়া শেষে,
মুখ-ধুই দাঁত ব্রাশ করে।

আব্বু বলে গোছল দিতে,
ব্যাগ গুছিয়ে মা ভাত বেড়ে;
পাঙ্খা হাতে ডাকবে খেতে,
না-শুনিলে ভীষণ ক্ষ্যাপে!

ধমক শুনে জলদি খেয়ে,
মুখহাত মুছে মা- আচলে;
কাঁধে ব্যাগ সাইকেল চড়ে,
স্কুলে যাই রোজ সকালে।

ক্লাশে পড়া শিখেই তবে,
বিকাল চারটে আট্টা থেকে;
টিফিন খেয়ে-ও ক্ষুধা পেটে,
দেখে আব্বুর মায়া ঝরে।

দেখি-মা খুব ব্যস্ত হয়ে,
কি খাওয়াবে কোনটা রেখে;
আব্বু বলবে কাছে ডেকে,
আসবে সুখ কষ্ট সয়ে।

তৃপ্তি আশা'র হাসি ঝরে,
রাখলে মাথা বাবার বুকে;
হাসি মাখা মুখ মা'র সুখে,
দেখলে আমার মন ভরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন