বুধবার, ১৪ জুন, ২০১৭

বন্ধু আমার দূরে থাকে

আমায় ধরছে প্রেমের আগুনে
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে।।
মনের যতো স্বপ্ন আশা।। সবি বন্ধুরে নিয়ে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!

গতবছর গঞ্জের মেলায়, আমায় সাথে নিয়া
সুযোগ বুঝে রসের খেলায় উঠছিল মাতিয়া।।
নিবা ছিল মনের আগুন।। সেইযে গেলো বাড়িয়ে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!

রসের বেয়াইন জানে কত মিষ্টি মধুর খেলা
বছর গেল তবুও তারে গেল না আর ভুলা।।
স্বপ্নে ভাসায় প্রেমের গাঙে।। ভুলি তারে কেমনে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!

কেমনে জিগাই ভাবির কাছে বেয়াইনের খবর
রসের খেলায় সে আমারে কইরাছে পাগল।।
আদর সোহাগ কইরা কত।। বলছিল ভালোবাসে।
বন্ধু আমার দূরে থাকে, আসে না কাছে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন