বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে
স্মৃতির পাতা মেলে, মনের দোয়ার খুলে,
তোমার মুখোচ্ছবি দেখছি।
শুভ্র মেঘের ডানায়, ভেসে ভেসে আজো আমি,
তোমার ছবিটি আঁকছি।।
তুমি পূর্ণিমা-চাঁদ হয়ে, আকাশ আলো করে,
আমার দিকে চেয়ে হাসো।
মুক্ত ঝরা হাসি, কত যে ভালোবাসি,
তুমিও কি আজো ভালোবাসো।
কত সুখের দামে, গেলে আমায় ভুলে...!!
মিলেনা সে হিসেব কোনভাবে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
নীরব রাত্রে ওগো খুলে বাতায়ন,
আকাশ জুড়ে দেখি তোমার কিরণ।।
মনের রাজ্য জুড়ে, তুমিই রূপের রাণী...।।
সুখের ছোঁয়া আজো অনুভবে...।
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে !!
শূন্যতা ঘিরে আজ আমার জীবন,
এর চেয়ে ভালো যদি হয় গো মরণ।।
কতভাবে কতদিন, আমার বুকে মিশে...।।
বেঁচে থাকার স্বপ্ন-আশা দিতে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
____
দুঃখ বুঝার মানুষ নাই
আমি যার কাছে যাই বলবো দুঃখ!!
সবাই বলে সময় না-ই!
কর্ম মন্দ, কপাল পুঁড়া
দুঃখ বুঝার মানুষ না-ই!!
ছিল আমার সুখের একটা ঘ-র
ভালোবাসায় পূর্ণ ছিল
দুই জনার অন্তর।।
শূন্য ঘরে একলা আমি।।
চোখের জলে বুক ভাসাই!
বন্ধু যদি হইত গো আমা-র
পূর্ণিমাচাঁদ বইত ঘরে
থাকতো না অাঁধার।।
সেই-তো ছিল সন্ধ্যা বাতি।।
সুর করে ডাকতো কানাই।
বইছে বুকে কালবৈশাখী ঝ-ড়
কি বুঝিয়া পাষাণ বন্ধু
করলো আমায় পর।।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে আমার কলিজ্বায়।
এই গানটির সুর মিলাতে না পারায় নিচের কবিতাটির জন্ম হয়েছিল।
মনের মানুষ কোথায় পাই
আমি বলবো কি আর
কার কাছে যাই!!
সব লোকে কয় সময় নাই!
বুকের ভিতর জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
ছিল আমার সুখের একটা ঘর
ছিল ভালোবাসায় পরিপূর্ণ
স'দায় দুই অন্তর।।
শূন্য ঘরে একলা আমি...।।
চোখেরজলে বুক ভাসাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
বন্ধু যদি হইতো-গো আমার
পূর্ণিমারচাঁদ থাকতো ঘরে
মুছিত সব আঁধার।।
সেই'তো ছিল সন্ধ্যা-বাতি।।
মনসুখে ডাকতো কানাই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
হৃদয় জুড়ে কাল-বৈশাখী ঝড়
কি বুঝিল প্রাণের বন্ধু
করলো আমায় পর।।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে রক্তকণিকা'ই।
বুকের ঘরে জ্বলছে আগুন
মনের মানুষ কোথায় পাই!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন