সনেট কবি বলেছেন:
কবি নাঈম জাহাঙ্গীর নয়ন
প্রেমপথে আছে কত কন্টক বিস্তর
সে সকল পায়ে দলে প্রেমের উত্থান
ঘটে সব প্রেমিকের অন্তর সাম্রাজে,
তা’বিভাবে? জানা যায় কবির কথায়।
কালে কালে কত প্রেম দেখেছে জগত
হে নাঈম জাহাঙ্গীর নয়ন হে কবি
কবিতার ক্যানভাসে অনিন্দ সুন্দর
এঁকেছেন আপনি সে প্রেমর ভূবন।
প্রেমিকায় পড়ে দৃষ্টি প্রেমিক মনের
কি বেহাল উন্মাদনা কি চিত্র উদ্ভব
হয়ে থাকে, ফুটে সেটা কবিতা বৈচিত্রে।
দক্ষহাতে সে চিত্রের হয়েছে ধারক
দক্ষ এক কারিগর এ কবি নয়ন,
পাঠকের অন্তরেতে সুপ্রিয় সবার।
আমাকে নিয়ে অনেক সুন্দর সনেট লিখেছেন প্রিয় সনেট কবি ফরিদ আহমদ চৌধুরী। কৃতজ্ঞতা প্রশংসায় এই আন্তরিক প্রাপ্তির প্রকাশ সম্ভব নয়। অন্তরে থাকবেন তিনি প্রেরণার জ্যোতি হয়ে। আকাশ ছোঁয়া উৎসাহ আর প্রেরণা দিয়েছেন কবি, আমি উচ্ছ্বসিত, আনন্দের শিখরে।
আপনার এই স্নেহ ভালোবাসা আশীর্বাদ যেন কভু না হারাই এমন প্রত্যাশা সৃষ্টিকর্তায়।
এর উত্তর আমি কিভাবে বলবো প্রিয় কবি! পুড়তে পুড়তে যে নিঃশেষ সবি! এ আমি, আমি নই তারই প্রতিচ্ছবি। সাত বছরের জমানো প্রেম ভেঙেছিল একদিনে! স্তব্ধ হই তখনি, যখন দুচোখে ভেসে উঠে তার মুখোচ্ছবি।
শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন