রবিবার, ২৩ জুলাই, ২০১৭

হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুঁজছি -মোস্তফা সোহেল

হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়-
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।

এখন আর রাত জেগে হয়না দেখা 
ওই আকাশের চাঁদ তারা,
জীবন আমি আর ভাবতে পারিনা
কিছুতেই তুই ছাড়া।।
তুই ছাড়া মন আমার ভরা শুধু শূন্যতায়।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।

কতনা প্রহর আমার কেটেছে
শুধুই তোর জন্য,
ভাবতে পারিনি এই জীবনে
তুই ছাড়া কিছু অন্য।
শেষমেস জীবন আমার ভরা শুধু শূন্যতায়।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়...।।

হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন