বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

মিষ্ট মুখের মুচকি হাসি

মিষ্টি মুখের মুচকি হাসি আমি বড় ভালোবাসি।।
এজীবন ছাড়তে পারি ছাড়বো না যে তোকে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।

হাসলে তোর দুই-গালে পড়ে সুন্দর দুটি টোল,
তাইনা দেখে হারাই আমার মনের যতো বোল।।
অবাক চোখে মুগ্ধ মনে।। শুধুই চেয়ে থাকিরে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।

তুই-যে আমার সন্ধ্যা বাতি পূর্ণিমার ওই চাঁদ,
আপন করে পাইলে মানবো হাজার অপবাদ।।
দেখতে হাসি তোর মুখে।। জীবনটা দিবো লিখে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন