জানিনা, কেন যে তোমাকে মনে পড়ছে খুব,
ভালোবাসা কি আজ তবে, হলো ধারাল খুঁড়!
স্মৃতিগুলো এভাবে যে আর পোড়ায়নি কভু,
মুখে ঝরে'নি কভু এতো মধু-প্রেমের বো-ল।
দু-চোখ থেকে এতো অশ্রু কখনো ঝরেরি-ক
যেভাবে আজ বিরতিহীন ঝরছে অজরে...।
নিঝুম রাতে নীরবতা বুকে ধরে ভাবছি
তুমিও কি পুড়ো বিরহে? না আমিই একেলা
সর্বস্ব-বিশ্বাসে তোমায় ভালোবেসে ছিলাম!
ঐ-দূর দিগন্তের সীমানা পেরিয়ে দেখো'তো,
কি মধু-রাত যাচ্ছে একা! আজ ভরা পূর্ণিমা
রাঙা মোর হৃদয় তোমার প্রেম জোছনায়।
তুমি মোর চাঁদ-তারা, আমার হৃদয় শোভা,
শূন্যতায় নিকষ-আঁধারে তুমি জ্যোতি আলো।
আজো খুঁজি সেই সুখ, তম প্রেম অনুভবে
মন-কুঠরে বড় যত্নে রাখবো ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন