শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

বিরহবিধুর

সময় যেনো স্থির ঠায় দাঁড়িয়ে,
কিছু নেই নিশ্বসিত শব্দ ছাড়া,
চারিদিকে শূন্যতল, নীরবতা
উম্মুক্ত বাতায়ন, বিরহবিধুর।
স্তম্ভিত দৃষ্টি দূর আকাশে-
বিরহিত হৃদয়ের প্রতিচ্ছবি
ভাসছে চোখে প্রতিক্ষণ,
দূর দিগন্তরেখা ছাপিয়ে আজ
মেঘ গুলো মেখেছে শুভ্রতা,
কোন জল নেই, সুদৃষ্ট সুদূর।
তোমা বিরহে চৈত্রিক মনোভূমি,
শ্রাবণ প্রতীক্ষিত ফাল্গুনী শুষ্কতায়,
এচোখে কোনো জল নেই, বিস্মিত
দুঃসহ শূন্যতায় ঘেরা উদাস দুপুর।

ছাপিয়ে দিগ ঘন বরিষণ ভাসিত শ্রাবণ,
দুঃসহ বিরহ কষ্টেসৃষ্ট ঝঞ্ঝাট হিয়া;
বাসনাপূরণে তরবারি বিদ্রোহানল,
বৈষম্যহীন ভৈরবীরাগ সমাহরণ।
উম্মুক্ত মম হৃদয় স্মরণে বিষ্ণুপ্রিয়া,
এ'প্রেমের তৃষিত বান খর অবিচল;
প্লাবিত মনোভূমি দেখো গো সুনয়না,
ঘোর অন্ধকার মহাপ্রলয়ের পূর্বক্ষণ।

তোমার প্রেম স্পর্শ, সুখপূর্ণ লগন
সুনীল আকাশ স্বপ্নিল রাত্রিদিন
এ'মনে সুখোদয় প্রেমময় শিহরণ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন