তুমি কত দূরে - আমায় একা করে
সীমানা ছাড়িয়ে গেলে যে হারিয়ে
আছো কতই সুখে তুমি আজ,
বড় বেশি মনে পড়ে তোমায় প্রিয়া।।
তুমি কত দূরে - আমায় একা করে....
নীরব দুপুরবেলায় আজও তোমায় ভেবে
চোখের জলে কেন আমার এবুক ভিজে...।।
তুমি জানো না বোঝ না কত দুঃখে,
মন মাঝে আমার আজও আগুন জ্বলে।।
তুমি কত দূরে - আমার একা করে...
পূবাল হাওয়া কোন বিকেল বেলায়
চেয়ে দূর দিগন্তে তোমারি প্রতীক্ষায়...।।
বসে থাকি আশায় দেখো মন ভাসে,
তুমি ছিলে শোভা আমার এই হৃদয়ে।।
তুমি কত দূরে - আমায় একা করে...
আমি গরীব ছিলাম তাই দুঃখ পেলাম
মহৎ প্রেমের দামে কষ্ট কিনে নিলাম...।।
যেনো আর কিছু নেই ভালোবাসা বলে,
সবই ব্যর্থ এখন এখন শুধু অর্থের কাছে
তুমি কত দূরে - আমায় একা করে....
......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন