শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

আজ সকালে

আজ সকালে হবে কি সেই সূর্য দেখা
অনেক আশা স্বপ্ন সে যে মন বাসনা।
ইচ্ছে সকল হচ্ছে জড়ো তাকে ঘিরেই
আসবে কি সে আলোর মতো সুনয়না।

চন্দ্র হয়ে মনের ঘরে যে রইছে গাঁথা
সূর্যের মতো তাপ ছড়ায় সে অপরূপা।
আমার যতো গল্প কথা তাকে নিয়েই
মনের রাজ্যে রাণী সে যে আমি রাজা।

দেখে তারে অন্ধকারেও পাই যে দিশা
স্বর্গ যেন আমার কাছে তার ভালোবাসা।
অমৃত সুখ লাগে যেনো তার ছোঁয়াতেই
বিষাদে ভরে সুখের ভুবন তাকে ছাড়া।

নিশিত জেগে স্বপ্ন সাজাই ঘরেই একা
প্রভাত সুরুজ দেখবো নিয়ে প্রিয়তমা।
শিশির ভেজা ঘাস পাড়িব খালি পায়েই
স্বপন কথা বলবো তারে ঘুচবে নীরবতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন