নীরব স্থিত উদাস চোখ-
তাতে যেন লেগে আছে অনন্তকালের শূন্যতা!
তুমি কি দেখতে পারছো...?
তুমি কি পড়তে পারছো-
তৃষাতুর সে চোখের ডায়েরিতে লিখে রাখা কাব্য ?
তুমি কি বুঝতে পারছো সেই কাব্যের মর্মকথা ?
বাস্তব জীবনের নির্মমতা কতটা পুড়ায়
তার কিছুই কি বুঝছো না
ডায়েরির পোড়া পাতাগুলো দেখে...?
তোমার আছে কি- কোন অবিজ্ঞতা, কতটা কষ্টে পুড়ে
একটা হৃদয় ছাই হয়ে বাতাসে ভেসে বেড়ায়...?
খুঁজে বেড়ায় স্থিরতা...?
জানি, তুমি কিছুই বুঝনি...!
তোমার হৃদয়ের কোনো চ্যাপ্টারেই
লিখা নেই শূন্যতার ইতিহাস! তুমি অহংকারী।
তোমার মনের হৃদপিণ্ডে সেই যন্ত্রটি নেই
যে যন্ত্রটি ভালোবাসতে শিখায়,
তার নামই তো 'মানবতা'।
তুমি কি জানো স্রষ্টাতত্ত্ব,
তুমি বিশ্বাস করো কি সৃষ্টির স্রষ্টাকে?
বুঝো কি প্রতিটি সৃষ্টি
স্রষ্টার কতটা ভালোবাসার উপমা...?
যদি স্রষ্টকে ভালোবাসো তবে সৃষ্টিকে কেন নয়!
তবে তো তুমি স্রষ্টাকেই করছো অবজ্ঞা!
তোমাকে তো এই অবজ্ঞার শাস্তি পেতেই হবে।
নাহ! পাবেনা এই অবজ্ঞার ক্ষমা।
তোমার জন্য সেই শাস্তি প্রস্তুত হচ্ছে।
সেই শাস্তি থেকে মুক্তি পাবে
হয়েছো কি সেই বীর-যুদ্ধা?
তুমি মানবিক দিক থেকে যখন হেরে যাও,
আমাকে তখন শোনাতে থাকো জ্ঞান কথা।
তোমার মনের অহংকার নামক পর্বতগুহা থেকে
খুঁজে খুঁজে বের করতে থাকো পুঁথিগতবিদ্যা,
আমাকে আটকাবে বলে।
তোমার অহংবুদ্ধি আমি সহজেই বোঝে যাই, এক কথায় বলে দেইে, আমি বুঝি না।
তোমার বদ্ধচিত্ত, জ্ঞানেন্দ্রিয়ের সীমিতকরণ রূপ
আমাকে আকৃষ্ট করতে পারেনা।
তোমাতে প্রকৃত জ্ঞানকোষ নেই, যার নাম মানবতা।
তুমি মানুষকে মানুষ ভাবতে শিখে এসো, তোমাকে করবো ভুবনজয়ী সম্মান, শ্রদ্ধা।
তুমি যখন ভালোবাসায় হেরে যাও, তখন শোনাতে থাকো অর্থবিত্ত প্রাচুর্যতার কথা।
আমি বোঝে যাই খুব সহজেই-
তোমার এই প্রাচুর্যপূর্ণ সম্পদের স্তরে স্তরে
লেগে আছে, না জানি কত মানুষের কষ্ট,
কতো হৃদয় ভাঙার বেদনা।
তখন আর আমাকে কোনোভাবেই,
তোমার প্রচুর অর্থ-প্রাচুর্যতা বিমোহিত করতে পারেনা।
মনের গহীনে বাড়তে থাকে
তোমার জন্য শুধই ঘৃণা।
ভালোবাসার কোনো উপদানই আর
খুঁজে পাই না তোমার মাঝে,
মনে হয় তুমি আমার অপরিচিত, চির অচেনা।
তুমি ভুলে যাও অহংকার,
খোঁজনা মানুষের মাঝে আছে ভেদাভেদ।
মানুষকে ভালোবাসতে শিখে এসো,
আমার মনের দোয়ার তোমার জন্য থাকবে খোলা
তোমাকে পরম শ্রদ্ধায় দেবো- ভালোবাসা।।
তোমার হৃদয় কখনওই কাঁদে না দেখে
মানুষের দুঃখ, কষ্ট, বেদনা।
তুমি মানুষকে কাঁদিতে দেখে হাস মন গহীনে,
অসহায়ত্বের সুযোগ খোঁজ, সহায় হতে পারো না।
তোমার অহংকারী জ্ঞানদে ভেসে যাবে সকল অর্জন
মনুষ্যত্ববর্জিত মন কভু ভালোবাসা পায় না।
তুমি সুখী হবে না কোনোদিন,
তুমি অভিনেতা হয়ে অভিনয় করে যাবে
নিজের জীবনের সাথে, সুখ খুঁজে পাবেনা।
অর্থ আর প্রাচুর্য দিয়ে হয়তো
দারিদ্র্যকে কিনতে পারবে, মন, সেতো থাকবে অধরা।
তোমার মন প্রাসাদ শূন্যতায় ভরে থাকবে
কখনওই ভাবতে পারবেনা-পেয়েছো পূর্ণতা।
এ আমার অভিশাপ নয়, দিচ্ছি ভালোবাসা।
এই ভালোবাসা তুমি অর্থ-অহংকারে খুঁজে পাবেনা,
বুঝতে পারবেনা এর মহত্তত্ত্ব,
তখনই বুঝবে, যখন তুমি বুঝবে 'মানবতা'।
এসো হে ভাই.....
স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসি
ভুলে যাই সকল ভেদাভেদ, বৈষম্য
হয় তো তাতেই পাবো স্রষ্টার দেখা
পাবো স্রষ্টার ভালোবাসা, পাবো মুক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন