চোখের জলে ভাসি আমি
চোখের জলে ভাসি আমি...।।
তোমারি আশায়...।
তুমি ছাড়া একা একা বেঁচে থাকা দায়..
বন্ধু ছাড়া একা একা বেঁচে থাকা দায়।।
কত আশা চুপিচুপি মনের ঘরে ছিল...
বন্ধু আমার সব ভুলিয়া দূরে সরে গেল!!
কি কারণে পাগল আমি...।।
জানিল সবাই।
বন্ধু আমায় না বুঝিল হইল বিদায়!!
বন্ধু বিনে একা ঘরে আর কতকাল রবো...,
এই কি ছিল ভাগ্য লিখন দুঃখ কারে কবো।।
তাকে ছাড়া হৃদয় জানি...।।
কাঁদিবে সদাই।
বন্ধু তুমি বড়ই নিঠুর না দেখলা আমায়।।
কত দিনের কতই স্মৃতি মনে পড়ে আজো...,
বন্ধু তুমি কেমন করে আমায় ভুলে থাকো।।
তোমার লাগি দিবানিশি....।।
দুই চক্ষু ভাসাই।।
চাঁদমুখের ওই হাসি ভাসে চোখেরি তারায়।।
ভাল
উত্তরমুছুনভাল
উত্তরমুছুন