যে মুখে আমি দেখি অনন্ত পূর্ণিমা
হাসিতে ভরে ওঠে আমার দুকূল
ওচোখে কেবল প্রেম ভালোবাসা
নিত্য দেখেছি তাতে ছিল না ভুল।
হাসির শব্দে বয়ে যেতো ঝর্ণাধারা
মুখের মধু-শব্দমালায় ছড়াতে মায়া,
ভেসে ওঠতো চাঁদ ওই বাঁকা ঠোটে
আমার মন বাগানের সুবাসিত ফুল।
আজ তোমার মন আকাশ অশান্ত
সর্বত্রই যেনো ঘন মেঘ আর ঝঞ্ঝা
শ্রাবণ হয়ে ভাসাবে হৃদয়ের প্রান্ত
দেখে কেমনে রবে শান্ত মন মোর।
আজ স্তব্ধ চারিধার অতৃপ্ত ভাবনা
কেনো আজ ও'মনে এমন বিষণ্ণতা,
কেন'বা তোমার বুকে এমন দাহন
কিসের এত কষ্টে ভরা হৃদয় কোণ!
বিশ্বাস কর, তোমার চিন্তিত মুখ,
আকাশের মতো উদার চোখ দুটি
যখন দেখি স্থির করুণ সে চাহনি
বিস্মিত করে তুলে অন্তরে অসুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন