সারাদিনের কর্মব্যস্ততা পেরিয়ে এসে
রাতের শূন্য বিছানায়,
শূন্যতা ঘেরা মনের আকাশ জুড়ে,
স্বপ্ন'রা সব ভেসে বেড়ায় সাদা মেঘের মতো,
নিথর দেহ-মনের আঙিনায়।
হৃদয়ের ছটফটানি আর বুকের দহনে,
অনেক রাত ভোর করেছি নির্ঘুম,
ঘুমহীন চোখজোড়ার কোণ বেয়ে,
গড়িয়েছে কতো গাঢ়তর অশ্রুজল;
তবুও কল্পনার সিঁড়ি মাড়িয়ে তোমারি আগমণ,
কে জানে আমি ছাড়া- ঘুমে মগ্ন রাত্রি নিঝুম।
উষ্ণতায় ভরে উঠে চারিপাশ,
বারবার শিহরিত হতে থাকে দেহমন কাঙ্ক্ষিত সুখে;
যুগল বক্ষস্থে ঘন নিঃশ্বাসের শব্দ,
রুদ্ধ মাতাল ঠোট জোড়া তোমার ওই কম্পিত ঠোঁটে,
বন্ধ দুচোখে শিকল বাহুদ্বয়ে তৃপ্ত কতনা রাত।
কে জানে আমি ছাড়া
_নাঈম জাহাঙ্গীর নয়ন
__
Who Knows Without Me
__Naim Jahangir Noyon
Coming out of business hours
Night bed,
Emptiness surrounds the sky of the mind,
Dreams are all like a white cloud,
The frozen body-minded courtyard.
Heartache and chest in the chest,
I slept many nights in the morning,
By the angle of sleeping eyesight,
How many dark tears have spread;
Still, you came to your imagination,
Who knows without me - sleeping in the night is nighu
Warmth, fourpus,
They are constantly thrilled and are happy;
The sound of loud breath in the pair,
Pull your drunk lips into the shaking lips,
How many nights are satisfied with the chase away in a chain?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন