সোমবার, ২৩ জুলাই, ২০১৮

বিলিয়ার ভাই আমার দুই গান

তুমি আমার একমুঠো ঘুম
ইচ্ছে দেয়াল, জলজ পদ্ম ফুল।
তুমি স্বপ্ন দেখার ইচ্ছে সখি
আমার ভুল অভুল।
তুমি খোলা চোখে বৃষ্টির গান
স্নিগ্ধ সবুজ ভোর।
তুমি এলোচুলের ঊর্বশী সে
লাগাও চোখে ঘোর।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
এ অচেনা জীবন খাতায়।

তুমি ফাগুন মাসের মল্লিকাগো
কোমল কোমল সুর
তুমি বৃষ্টি ভেজা বাদলা দিনের
বেদনা সে মধুর।
তুমি রোদেলা দিনে মেঘ গো সখি
শীতের ভোরে রোদ।
তুমি মোনের দামের চাইতেও দামি
করো মোনেই অবরোধ।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
এ অচেনা জীবন খাতায়।

তুমি স্বপ্ন হয়ে এসেও তবু
সত্যি হলে না।
মেঘের স্রোতে ভাসতে গিয়ে
আর ধরাই দিলেনা।
তুমি আশার রোদে তাপ ছড়িয়ে
শীতল হয়ে হয়ে
এ মরুর ধরায় আমায় রেখে
গেলে একাই হারিয়ে..............।
কি নাম বলো রাখি তোমার
আমার হৃদয় পাতায়।
তুমি সখি হয়েই থেকোগো সখি
এ অচেনা জীবন খাতায়।

গীতিকা: ১
বিলিয়ার রহমান রিয়াজ
২৩ জুলাই, ২০১৮ ইং।

তোর পরিতে জীবন আমার গেল
        __নাঈম জাহাঙ্গীর নয়ন

আমার বন্ধু বিনোদিয়া'রে
তোর পিরিতে জীবন আমার গেল।।
এরচেয়ে তুই মারতিস প্রাণে।।
সেই'তো অনেক ভালো ছিল...।
তোর পিরিতে জীবন আমার গেল।

খোদাই করে লিখেছিলাম
নাম'টি গাছের গায়ে,
অক্ষর গুলো গেঁথে আছে
আজও মোর হৃদয়ে।।
না জানিয়া মরছি আমি।।
জীবনে আর নাই আলো...
তোর পিরিতে জীবন আমার গেল।

নাম'টি আছে নেই-যে তুই
এখন অনেক দূরে,
তোকেই ঘিরে স্মৃতি'রা সব
আজও আমায় পুড়ে।।
এই কি ছিল ভাগ্যে লিখন।।
অন্তর পুড়ে হবে কালো...
তোর পিরিতে জীবন আমার গেল।

হঠাৎ যদি কখনো তোর
আমায় মনে পড়ে,
তিল পরিমাণ ঠাই দিস যদি
তোর ওই অন্তরে।।
নয়ন বলে রাখবো বুকে।।
চাইবো'না আর কোন ভালো...
তোর পিরিতে জীবন আমার গেল।

আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।
স্রষ্টা'র নামে শুরু কর
রাসূল-এঁর পথ ধর
আল্লাহ্ নামের সফলতা
দুনিয়া আখেরাতে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।

সৃষ্টি নিয়ে সুখে থাকো
দমে দমে আল্লাহ্'র নাম,
রাসূল-এঁর প্রেমিক সাজো
সজীব রাখো মন ও প্রাণ।।
মানুষ হয়ে মানুষ ভজো
স্রষ্টা'কে সন্তুষ্ট রাখো,
জেনে রাখো আল্লাহ্'র প্রেম
প্রাণে প্রাণে ছড়িয়ে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।

কি কারণে আইছো ভবে
পাইছো কি তাঁর দরশন,
অকারণে'ই ঘুরছো শুধু
খুঁজছো প্রেম বৃন্দাবন।।
খোঁজে দেখো দয়ার সাগর
আল্লাহ্ ক্বলবের ভিতর,
এই প্রেমেতে জয়ী হলে
ঠেকবে না রোজ হাসরে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে...,
মধুমাখা রব নাম বলো'রে।।

মধুমাখা রব নাম বলো'রে
    __নাঈম জাহাঙ্গীর নয়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন