আমার বন্ধু বিনোদিয়া'রে
তোর পিরিতে জীবন আমার গেল।।
এরচেয়ে তুই মারতিস প্রাণে।।
সেই'তো অনেক ভালো ছিল...।
তোর পিরিতে জীবন আমার গেল।
খোদাই করে লিখেছিলাম
নাম'টি গাছের গায়ে,
অক্ষর গুলো গেঁথে আছে
আজও মোর হৃদয়ে।।
না জানিয়া মরছি আমি।।
জীবনে আর নাই আলো...
তোর পিরিতে জীবন আমার গেল।
নাম'টি আছে নেই-যে তুই
এখন অনেক দূরে,
তোকেই ঘিরে স্মৃতি'রা সব
আজও আমায় পুড়ে।।
এই কি ছিল ভাগ্যে লিখন।।
অন্তর পুড়ে হবে কালো...
তোর পিরিতে জীবন আমার গেল।
হঠাৎ যদি কখনো তোর
আমায় মনে পড়ে,
তিল পরিমাণ ঠাই দিস যদি
তোর ওই অন্তরে।।
নয়ন বলে রাখবো বুকে।।
চাইবো'না আর কোন ভালো...
তোর পিরিতে জীবন আমার গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন