বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

কতনা চোখের জল ঝরালে তুমি

কতনা চোখের জল ঝরালে তুমি,
তবুও তোমাকে ভুলতে পারিনা।
অনেক পুড়েছি তোমায় ভালবেসে,
বিনিময় পেয়েছি শুধু ছলনা।

পুড়ে পুড়ে জেনেছি সোনা খাঁটি হয়,
বিরহের আগুনে পুড়ে প্রেমিক হৃদয়।
আগের মতই আছো এই জীবনে,
চাই না কিছুই আর তোমাকে ছাড়া।

ভুলবো কি করে তুমি জীবনের প্রাণ,
তুমি ছাড়া পৃথিবী মনে হয় শ্মশান।
মনের আকাশে চাঁদ সূর্য তুমি,
তপ্ত দেহ বুকে চৈত্র খরা।
কতনা চোখের জল ঝরালে তুমি
তবুও তোমাকে ভুলতে পারিনা।

গান : কতনা চোখের জল ঝরালে তুমি
কথা : নাঈম জাহাঙ্গীর নয়ন


How many tears do you have,

Still you can not forget

Many burns you love,

The exchange is just a fraud.


Burned burnt, the gold is authentic,

Burning heart of Berhor burns

As in the past, in this life,

Do not want anything else except you


Forget how you are the life of life,

Without the world you feel the cremation.

Moon in the sky of the moon,

The body of the fat cat chaitra drought.

How much tears do you have

Still you can not forget


Song: How many tears do you have in the rain




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন