শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

হৃদয়ে জয় বাংলা

ভেবো না দুর্বল এতো
ভুল করেও আমায় কভু,
বাঙালি লড়াই করে
অত্যাচারেও হয়না কাবু।
বায়ান্ন একাত্তরে
বাঙালি বীরত্বে গাঁথা,
জীবনটা হাতে নিয়ে
এনেছিল স্বাধীনতা।

মরবো দেশের প্রেমে
ধর্ম-জাত ধার না ধারী,
গর্বিত বাঙালিতে
মানুষকে ভালোবাসি।
রক্তে জ্বলছে আগুন
হৃদয়ে জয় বাংলা,
মারতে দেশের শত্রু
কাঁপে'না হাত কাঁপে'না।

ছাড়িনা পাওনা নিজের
ছিনিয়ে নিতে জানি,
সঠিক আর ন্যায়ের পথে
সাহসী সৈনিক আমি।
প্রেমিক জন্মভূমির
দেশ-বিরোধীর বুকে কাটা।
দাবাতে পারবেনা আর
বলে গেছেন জাতিরপিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন