বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

দুঃখ রইল আমার মনে

দুঃখ রইল আমার মনে
হইল না সুখ এই জীবনে
এত আশা ভালোবাসা
দিলাম কতই হৃদয় ভরে।
মনের খাচায় প্রেমের পাখি
পুষি কত আপন করে,
বিশ্বাস কেড়ে দিল ফাঁকি
উঁড়াল দিল দূর আকাশে।

সকাল দুপুর সন্ধ্যা রাতি
করত আমায় ডাকাডাকি,
কষ্ট যতো ভুলেই যেতাম
দেখলে ওমুখ হাসিখুশি।
নিত্য সুখের কতশত
রইলো পড়ে মুধুর স্মৃতি,
প্রয়োজন কি ছিল এতো
সবই ভুলে যাবে যদি।

স্বপ্ন মধুর ভালোবাসা
বিষের মত করছে ক্ষত,
পূর্ণিমারাত চাঁদ দেখিয়া
মন ভরে না আগের মত।
মিষ্টি সুরের গান শুনিয়া
বাড়েই কেবল দুঃখ যত,
শুনলে কভু প্রেমের কথা
পড়ছে ক্ষতয় লবন যেন।

ডাহুক ডাকে দূরের বনে
বন্ধুর কথাই পড়ছে মনে,
হিজল ডালে ডাকছে পাখি
সে বিনে ঘর শূন্য লাগে।
আশায় দুচোখ স্বপ্ন আঁকি
আবার যদি পাই গো তারে,
মনের ঘরে রাখবো বাঁধি
মধুর ছোঁয়ায় প্রেম শিকলে।

আমার ভুবন মেঘেই ঢাকা
ঘুরছে না আর ভাগ্য চাকা,
কি আশায় আর বাঁধিব ঘর
সুখ বুঝি না তাকে ছাড়া।
তৃপ্তি আমার বন্ধুর বুকে
পুড়াক যত দিক'না ব্যথা,
ফিরে যদি নাই'বা আসে
সবই বিফল জীবন বৃথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন